নিউজ

প্রধানমন্ত্রী মোদির কথায় মুগ্ধ হলেন WHO প্রধান, মন থেকে জানালেন ধন্যবাদ

ডিসেম্বর মাস থেকেই শুরু হয় করোনা প্রকোপ। এরপর যতদিন গিয়েছে ক্রমশ তার মারণ থাবা বিস্তার করেছে করোনা। আর সেই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন চাপ পড়েছে বিশ্ব স্বাস্থ সংস্থার। একসময় দিশেহারা অবস্থার মতো পরিস্থিতি হয়ে যায় গোটা বিশ্ব সহ WHO -র।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে না হলেও কিছুটা কমেছে করোনা সংক্রমণের স্থিতি। করোনা সংক্রমণ বিষয় নিয়ে WHO প্রধান কে মেনে নিতে হয়েছিল বিভিন্ন সমালোচনা। আর এবার WHO প্রধান ট্রেডস ভারতের প্রধানমন্ত্রী মোদিকে জানালেন ধন্যবাদ

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রসংঘের সাধারণ সভাতে ভাষণ দেওয়ার সময় গোটা বিশ্বের সামনে জানান যে করোনার সাথে লড়াই করার জন্য গোটা বিশ্বকে সাহায্য করবে ভারত। তিনি আরো জানান যে গোটা বিশ্বকে ভ্যাকসিন পাঠানোর জন্য যে পরিকাঠামো থাকে প্রয়োজন তা ইতিমধ্যে তৈরী করে ফেলেছে ভারত সরকার।

আর সেই কারণেই WHO প্রধান জেনারেল ট্রেডস আধানম ঘেবরিয়াসউস টুইট করে প্রধানমন্ত্রী মোদিকে তাঁর এই মানসিকতার জন্য ধন্যবাদ জানান।

Back to top button