নিউজঅফবিট

মুম্বাই রওনা দেওয়ার আগে কি বললেন কঙ্গনা,জেনে নিন

বলিউডের কঙ্গনা রানাওয়াত করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর রওনা দিলেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। তিনি চণ্ডীগড় থেকে বিমানে করে মুম্বাইতে যাবেন। কঙ্গনা মুম্বাইয়ে যাওয়া নিয়ে ট্যুইট করে বলেন, ‘না ভয় পাব, না ঝুঁকব।”

বুধবার কঙ্গনা ট্যুইট করে লেখেন, ‘রানী লক্ষ্মীবাঈ এর সাহস, শৌর্য আর বলিদান আমি সিনেমার মাধ্যমে মানুষের সামনে পেশ করেছি। কিন্তু দুঃখের কথা হল, আমাকে আমারই মহারাষ্ট্রে যাওয়া থেকে আটকানো হচ্ছে। আমি রানী লক্ষ্মীবাঈ এর পদচিহ্নে চলব। আমি না ভয় পাব, আর না ঝুঁকব। ভুল কাজের বিরুদ্ধে মুখর হয়ে আওয়াজ তুলতে থাকব, জয় মহারাষ্ট্র, জয় শিবাজি।” দুপুর ১২ টায় চণ্ডীগড় থেকে ফ্লাইটে উঠবেন আর দুটো নাগাদ মুম্বাইয়ে পৌঁছে যাবেন।

জানা যায় কঙ্গনা মুম্বাইয়ে পাক অধিকৃত কাশ্মীরের সাথে তুলনা করেন, এরফলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হুমকি পাওয়ার পর ওনাকে কেন্দ্রের তরফ থেকে ‘Y” ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয় তাকে ।

Back to top button