EVEREST: ১ বার ২ বার নয়, পর পর ২৮ বার মাউন্ট এভারেস্ট জয়ের রেকর্ড গড়ল নেপালের পর্বতারোহী

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। প্রতিবছরই মাউন্ট এভারেস্টে অনেক পর্বতারোহীর আগমন ঘটে। সবার একটাই ইচ্ছা এভারেস্ট জয়ের। কেউ কেউ জয় করতে পারলেও অনেকে পথিমধ্যেই মারা যায়। এবার নেপালের এক পর্বতারোহী এভারেস্ট জয়ের নতুন রেকর্ড করেছেন। ২৮ বার এভারেস্ট জয় করে মঙ্গলবার (২৩ মে) তিনি এই রেকর্ড করেন।
নেপালের পর্যটন কর্মকর্তা বিগান কৈরালা বলেন, ৫৩ বছর বয়সী কামি রিতা শেরপা ঐতিহাসিক দক্ষিণ-পূর্ব রিজ রুট দিয়ে ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) চূড়ায় পৌঁছেছেন।
গত সপ্তাহেই তিনি ২৭ বার এভারেস্ট জয়ের রেকর্ড করেন। এক সপ্তাহের ব্যবধানেই আবারও নতুন রেকর্ড অর্জন করলেন এই পর্বতারোহী।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় উঠতে এই রুট প্রথম ব্যবহার করেছিলেন নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি এবং শেরপা নরগে। ১৯৫৩ সালে তারা ওই রুট ব্যবহারের পর থেকেই তা বিশ্বের পর্বতারোহীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
১৯৯৪ সালে প্রথম বারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন কামি রিতা। মাঝের তিন বছর বেশ কিছু কারণে কর্তৃপক্ষ এভারেস্টের চূড়ায় ওঠা আনুষ্ঠানিক ভাবে বন্ধ রাখে। ওই সময় বাদে প্রায় প্রতি বছরই তিনি সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন।
এদিকে ব্রিটিশ পর্বতারোহী ক্যান্টন কুল গত সপ্তাহে ১৭ বারের মতো এভারেস্ট জয় করেছেন। নেপালের বাইরের কোনো পর্বতারোহী হিসেবে তিনিই সর্বোচ্চ বার এই শৃঙ্গে আরোহণের রেকর্ড গড়লেন।
এদিকে গত বৃহস্পতিবার (১৮ মে) মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে অসুস্থ হওয়ার পর ভারতীয় এক নারী পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ৫৯ বছর বয়সী ওই পর্বতারোহী নেপালের একটি স্থানীয় হাসপাতালে মারা যান।
মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে নেমে আসার সময় এক অস্ট্রেলিয়ান আরোহীর মৃত্যু হয়েছে। মৃত পর্বতারোহী অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানা গেছে। এই ব্যক্তির নাম জেসন কেনিনসন। এভারেস্টের ৮ হাজার ৮৪৯ মিটার উঁচুতে ওঠার পর যখন তিনি নিচে নেমে আসতে ছিলেন তখন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
২০২২ সালের মে মাসে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সম্পন্ন করেছিলেন সুজান। তিনি পেসমেকারে এশিয়ার প্রথম ব্যক্তি ও সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে এভারেস্ট জয়ের লক্ষ্য রেখেছিলেন। এর কয়েকদিন আগেই মাউন্ট এভারেস্টে ভিক্টর ব্রিনজা নামের এক মলদোভান পর্বতারোহীর মৃত্যু হয়।
সূত্র: রয়টার্স