নিউজ

দাউদ ইব্রাহিমের এক ইশারাতেই খুন হয়ে যেতে পারেন অভিনেত্রী কঙ্গনা, এলো চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি মুম্বই টুইট নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের কুইন। এই দ্বন্দ্বের মধ্যেই মুম্বই ফিরেছেন…

সোশ্যাল মিডিয়াতে দেওয়া কথা মতো গতকাল মুম্বাইয়ে এসেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।কিন্তু তার আসার আগেই বুলডোজার , জেসিবি ও করেন দিয়ে ভেঙে ফেলা হয় মুম্বাইয়ের তার স্বপ্নের প্রোডাকশন হাউজ ‘মণিকর্ণিকা ফিল্মস’। আগে বিএমসির পক্ষ থেকে নোটিস টাঙিয়ে দেওয়া হয় ও ২৪ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়।

মুম্বাইয়ে শিবসেনা -কঙ্গনা তরজা এখন চরম আকার ধারণ করেছে। আর এরমধ্যেই শোনা যাচ্ছে যে এবার অন্ধকার জগতের ডন দাউদ ইব্রাহিমের নজরে পড়েছেন কঙ্গনা। আর এবার এমনটাই আশংকা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের বিধায়ক নন্দ কিশোর গুর্জর। তিনি দাবি করে জানান বেশ কিছুদিন ধরেই একটি বিদেশী নম্বর থেকে ফোন আসছে ও অপরাধ জগতের বাদশা ডি কোম্পানি থেকেই তাকে ফোন করা হচ্ছে বলে তিনি একটি চিঠির মাধ্যমে অমিত শাহ কে জানিয়েছেন। দাউদ ইব্রাহিমের ইশারাতেই তাকে দেওয়া হচ্ছে খুনের হুমকি শুধু তাই নয় নিজের এই আশংকার পাশাপাশি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত খুন হয়ে যেতে পারেন বলে তিনি আশংকা প্রকাশ করেছেন। কিছুদিন আগেই সুশান্তর মৃত্যুর সাথে দাউদ ইব্রাহিমের সংযোগ আছে বলে তথ্য পেয়েছিলেন র ‘অফিসার এঁকে সুদ।

Back to top button