নিউজ

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ৯০ বছরের বৃদ্ধাকে

দিল্লীর ছাবলা নজফগড় এলাকা থেকে এক মর্মান্তিক ঘটনা ঘটে ,৯০ বছর বয়সী মহিলাকে ধর্ষণ করে মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে। বয়স্ক মহিলা জানান,” বিকেল পাঁচটা নাগাদ আমি বাড়ির বাইরে দুধ ওয়ালার অপেক্ষা করছিলাম। সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি এসে বলে,আজকে দুধওয়ালা আসবে না আমি আপনাকে দুধওয়ালার কাছে নিয়ে যাব”।

ওই ব্যাক্তি বয়স্ক মহিলাকে নিয়ে রেবলা খানপুর ফার্মে নিয়ে ওনাকে ধর্ষণ করে। মহিলা নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকে মারধরও করে যান যায় । বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে ধর্ষকের কাছে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। বয়ক্স মহিলা এটাও বলেন যে,” আমি তোমার ঠাকুমার ব্যসি”। কিন্তু ধর্ষক ওই মহিলার ‘কথা কানে তোলেন না । মহিলার চিৎকার শুনে গ্রামের কয়েকজন সাহায্যের জন্য ছুটে আসে। ও অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ধর্ষিত মহিলার ছেলেকে ডাকে। সেখান থেকে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর মেডিক্যাল করানো হয়। মহিলার মেডিক্যাল রিপোর্টে পরিষ্কার বোঝা যায় যে ওনার গোপনাঙ্গে আঘাত আছে। পুলিশ এই মামলায় 376/323 IPC ধারায় মামলা দায়ের করে নিয়েছে আর অভিযুক্তকে গ্রেফতার করেছে।জানা যায় তার বয়স ৩৩ বছর।

দিল্লী মহিলা কমিশনের সভাপতি স্বাতী মাহিবাল আর সদস্য বন্দনা সিং মঙ্গলবার মহিলার বাড়ি গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করেন। মহিলার সাথে সাক্ষাতের পর স্বাতী মাহিবাল বলেন, ‘‘৬ মাসে বাচ্চা থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ সুরক্ষিত নন। এই বয়সেও এরকম অত্যাচার সহ্য করতে হয়েছে ওনাকে। আর এই ঘটনা স্পষ্ট বুঝিয়ে দেয় যে, এই কাজ যে করেছে সে মানুষ না, সে জানোয়ার। আমি এই বয়স্ক মহিলাকে ন্যায় পাইয়ে দিতে ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলব। কালপ্রিটকে ছয় মাসের মধ্যে ফাঁসি দিতে হবে।”

Back to top button