নিউজ

BigNews: হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল ১০০ কোটি টাকা, বিড়ম্বনায় পরে গেলেন দিনমজুর

দিনমজুর হঠাৎ করে শত কোটি টাকা পাওয়া নিয়ে বিপাকে পড়েছেন। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন 100 কোটি রয়েছে। কিন্তু সেই টাকা ফেরত দিতে আইনি খরচ কীভাবে মেটানো যায় সে বিষয়ে তাকে সাবধানে ভাবতে হবে।

ওই ব্যক্তির নাম নাসিরুল্লাহ, সে পেশায় একজন কৃষি শ্রমিক। তিনি মুর্শিদাবাদের দেগঙ্গার চৌরাশি পঞ্চায়েত জেলায় তার বাবা-মা, স্ত্রী এবং দুই সন্তানের সাথে থাকেন। কয়েকদিন আগে দুই সিভিক ভলেন্টিয়ার। তারা একটি চিঠি দিয়ে যান। ইংরাজিতে লেখা সেই চিঠি নিয়ে যান প্রতিবেশী এক যুবকের কাছে।

তিনি বলেন, নাসিরুল্লাহর ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা জমা হয়েছে। সেই কারণেই জঙ্গিপুর সাইবার ক্রাইম পুলিশ তাঁকে ডেকে পাঠায়। মোবাইল ফোনে ব্যালেন্স চেক করলে তিনি দেখতে পান এটি ১০০ কোটি নয়, ১ পয়সা কম।

নাসিরুল্লাহ থানায় গিয়ে জানান যে টাকাটি তার নয়। কিন্তু পুলিশ বলছে, মামলার সমাধান করতে তাদের যেতে হবে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। কিন্তু কিন্তু সেই খরচ জোগানো নিয়ে চিন্তায় পড়েছেন তিনি।

নাসিরুল্লাহ দাবি করেন, টাকাটা তার নয়। তিনিও টাকা নিতেও বলেছেন। টাকা কিভাবে এসেছে তা তিনি জানেন না। পকেটের টাকা খরচ করে তিনি কেন কর্ম ছেড়ে জঙ্গিপুরে ছুটবেন?

নাসিরুল্লাহর ভাই মোস্তাকিন বলেন, আমার ভাই জীবনে কখনো ৫০ হাজার টাকা দেখেননি। এ তো রীতিমতো ঘুম হারাম করার দশা। কোথাও নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। পুলিশকে আমাদের সহযোগিতা করতে হবে।

খবর- হিন্দুস্তান টাইমস।

Back to top button