নিউজ

১ দিনেই আক্রান্ত ১১ জন, ভারতে করোনা -আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো কত? জেনেনিন বিস্তারিত

চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও আমেরিকার পর ভারতেও বেড়ে চলেছে করণার আক্রমণ।আজ নতুন করে কর্নাটকে ৩ জন ও কেরলে ৬ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস।আজ পুনে শহরে ২ জনের শরীরে পাওয়া গেছে এই রজার ভাইরাস।আর এরফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩ জন।তবে আসার কথা হলো এই যে এখনো পর্যতো ভারতে করণাতে আক্রান্ত হয়ে মৃর্ত্যু ঘটেনি।যারা আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে গেছেন।যেখানে গোটা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে গেছে দাঁড়িয়েছে ৪০০০ জন।

ক্রমশ বেড়ে চলেছে করণার আক্রমণ।চীনের উহান প্রদেশ থেকে শুরু হওয়া এই ভাইরাস ইতিমধ্যে হানা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দক্ষিনব কোরিয়া ও ইরানের পর আমেরিকাতেও করণাতে আহ্ক্রান্ত হয়েছে ৪০০ জন। ইতিমধ্যে আমেরিকাতেও জারি করা হয়েছে জরুরি অবস্থা।

বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষকরা এই ভাইরাসের প্রতিষেধক বের করার জন্য দিন -রাত পরিশ্রম করলেও এখনো এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। আর এই কারণেই এই ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্বের মানুষ ।

Back to top button