নিউজ

করোনা: ইতালিতে আটকে অনেক ভারতীয়, কেন্দ্র সরকার নিলো বড় উদ্যোগ

করোনা ভাইরাস বর্তমানে চীনে একটি মহামারীর আকার ধারণ করে ফেলেছে। এরপরই করোনায় ভাইরাস ছড়িয়েছে ইতালিতে।যার ফলে সেখানে বহু মানুষ আটকে রয়েছেন।ইতালি থেকে সেই আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনতে ভারত সরকার উদ্যোগী হয়ে ওঠেন।

ইতালিতে আটকে থাকা মানুষদের এয়ারলিফ্ট করবে সরকার।শনিবার ইতালির মিলানে পৌঁছে যাবে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। সেখানে তাদেরকে স্ক্রিনিং করে ভারতে আনা হবে।আবার প্রয়োজন পড়লে ইরানে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরাবে সরকার।

বর্তমানে পৃথিবী জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪০০০০ মানুষ।তাদের মধ্যে ৫০০০ মানুষের মৃত্যু হয়েছে।

Back to top button