নিউজ

৯ মাস নয়, মাত্র ১১ মাসের জন্য মা হওয়ার ঝুঁকি নিতে চলেছেন কোয়েল? কিন্তু কেন এই সিদ্ধান্ত!

কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ‘রক্ত রহস্য’ আর সেই ছবির ট্রেলারেই দেখা গিয়েছে বিশেষ চমক।আর ট্রেইলার দেখে মানুষ বুজতে পারছে রহস্য যেন ক্রমশ ঘনিভুত হচ্ছে সিনেমাটির বিষয় নিয়ে।

ওই সিনেমায় কোয়েল অভিনয় করেছেন একজন রেডিও জকির উদ্যেশে।তার পেশা রেডিও জকির হলেও তার স্বভাব মানুষের উপকার করা।ওই ছবিতে স্বেনীজ তার সন্তানকে হারিয়ে ফেলেছেন ৫ বছর আগেই আর সেই সন্তানকে খুঁজে পেতে সাহায্য করবে রক্ত। আর তাই নিয়েই রিরি হয়েছে থ্রিলার ধর্মী এই সিনেমা ‘রক্ত রহস্য’

কিন্তু ট্রেইলারে শান্তিলাল দত্তের সাথে করা এক কথপোকথন চমকে দেয় দর্শকদের যেখানে দেখা যাচ্ছে শান্তিলাল চ্যাটার্জি কোয়েল অভিনীত চরিত্রকে বলছে ‘ মাত্র ৯ মাসের জন্য মা হবি? আর তখন তার কথা সংশোধন করে কোয়েল বলেন ‘ না, ১১ মাস, ৯ মাস ভেতরে ২ মাস বাইরে।’ আর তখনি বেঁধে যায় রহস্য ? নিজের সন্তান সম্পর্কে কেনই এমন সংলাপ কোয়েলের সেই রহস্য উন্মোচন হবে সিনেমার পর্দাতে।

Back to top button