নিউজ

স্ত্রী হারানোর শোকে বাঁশগাছে কাটাচ্ছেন স্বামী ৩০ বছর ধরে

পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের অদূরে পালিতপুর গ্রামের রায়পাড়ার বাসিন্দা হলেন লোকু রায়। কাজ করতেন দিন মজুরের। আর সেই লোকু রায় ঠিক করেছেন যে তিনি তার বাকি জীবন টা বাশ বাগানের উপরেই বাশ ও সিমেন্ট দিয়ে তৈরী করা ঘরেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন।

জানা গেছে স্ত্রীর মর্তুযুর পর বাশ বাগানেই তিনি ঘর -সংসার ছেড়ে পড়ে রয়েছেন।

দিনে সূর্যের আলো ও রাতে একটি টর্চের আলোয় তার ভরসা। পেশায় দিনমজুর লোকু কাজ পেলে কাজ করেই দিন কাটান আর কাজ না থাকলে নিজের অল্প জমিতে জলের নালায় মাছ ধরার ফাঁদ পেতে মাছ ধরেই কাটিয়ে দেন।

য্খনতার কাছে জানতে চাওয়া হয় তিনি বাশ গাছের উপরে থাকেন কেন ? সেই প্রশ্নের উত্তরে নীরব থেকে যান লোকু রায়। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় তার স্ত্রী মারা যাবার পর মনের দুঃখে বাড়ি -ঘর ছেড়ে দেন। ও কিছুদিন পর এই বাশ বাগানের উপরেই আশ্রয় নেন। আর এই বাশ বাগানের উপর গত ৩০ বছর ধরেই তার জীবন কাটাচ্ছেন।

লোকু রায় যদিও শেষ পর্যন্ত জানিয়েছেন তার এক ছেলে ও মেয়ে আছে। তার ছেলে -মেয়ে কে মানুষ করছে তার মা কিন্তু সে নিজে ওই ভিটে তে যেতে চায়না জীবনের বাকি দিন গুলো সে বাশ বাগানেই কাটিয়ে দেবেন বলে ঠিক করেছেন।

তথ্যসূত্র: আজকাল

 

 

Back to top button