নিউজ

সুশান্ত কেসে গ্রেফতার হলেন রিয়া

আজ সুশান্ত কান্ডে গ্রেফতার হল রিয়া চক্রবর্তী। জানা যাচ্ছে বিকেল ৪টের পাশাপাশি সময়ে মেডিক‍্যাল টেস্ট করানো হবে রিয়ার। রিপোর্ট অনুযায়ী, এবার অন‍্য তিন আভিযুক্তের সঙ্গে আদালতে পেশ করা হবে রিয়াক। চার অভিযুক্তকে তাদের কাস্টডিতে রাখার জন‍্য আদালতে আপিল করবে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো।

তদন্তে হেপাজতে নেওয়া হয় রিয়ার ল্যাপটপ। সেই ল‍্যাপটপ থেকেই একাধিক সূত্র পাওয়া গিয়েছে এমন টা জানা যায়। রিয়া স্বীকারও করে ভাই শৌভিক চক্রবর্তীকে দিয়েই মাদক আনাতেন তিনি। তবে সেই মাদক কার জন‍্য কতটা অনাহত সেই ব্যাপারে জানায়নি এখনো। কিন্তু আজ বিকেলে মেডিক‍্যাল টেস্টের জন‍্য রিয়া চক্রবর্তীর রক্ত, চুল ও নখের নমুনা সংগ্রহ করা হয়েছে।

৮ জুন ভুয়ো প্রেসক্রিপশন এর ওপর ভিত্তিতে করে ওষুধ খাবার কথা নিয়ে বাড়ি ছাড়েন রিয়া।প্রিয়ংকার হোয়াটস্যাপ চ‍্যাট থেকে জানা যায় সারা সপ্তাহ জুড়ে সুশান্তকে নানা সাইকোট্রপিক ড্রাগ নিতে বাধ‍্য করেন দিদি প্রিয়াঙ্কা।

Back to top button