সুশান্ত কাণ্ডে উঠে আসছে একের পর এক ড্রাগ মাফিয়াদের নাম

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রকাশিত হয় গৌরব আর্য। মাদক লেনদেন কেসে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটে এই নাম উঠে আসে। সিবিআই এর চাপে সাড়া দিয়ে ওষুধ ও অর্থ পাচারের মামলায় তদন্তে যোগ দিতে রবিবার মুম্বাই আসে গৌরব আর্য। সাংবাদিক এর চাপে তিনি কোন প্রশ্নের জবাব দিতে রাজী হননি,তবে স্পষ্টত জানিয়েছেন, “আমি সুশান্তকে ব্যক্তিগতভাবে চিনতাম না, তার সাথে আর কখনও দেখাও করতে পারিনি। ২০১৩ সালে আমি রিয়া সাথে দেখা করেছি … সুশান্ত মামলায় আমার কোনও হাত নেই।”
আর্য সোমবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টর্টের সামনে উপস্থিত হবে। প্রথমে টাকা নয়ছয় ও পরে মাদক পাচার সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায় । গৌরব আর্য আগে মাদক ব্যবসায়ী হিসাবে চিহ্নিত ছিলেন এবং রিয়া চালাকি করে গৌরব ও রিয়ার মাদক সংক্রান্ত সমস্ত মেসেজ ডিলিট করে দেয় যা নারকটিক্স কন্ট্রোল ব্যুরোকে বেশি করে ভাবাচ্ছে। তবে গৌরব আর্যকে যে প্রশ্ন করতে পারে তা এখানে তুলে ধরা হল –
আপনি কবে থেকে কপিল ঝাভেরিকে জানেন?
আপনি আবু আসলাম আজমির সাথে কখন ব্যবসা শুরু করেছেন?
গৌরব ছাড়াও কপিল ঝাভারী, কৈলাশ রাজপুত এবং আবু আসলাম আজমি নামে আরও তিনটি নাম সামনে এসেছে। তারা বড় মাদক ব্যবসায়ী বলে জানা যায় । এঁদের মধ্যে,কপিল ঝাভারী কে ২০১৯ এর আগস্ট মাসে এনডিপিএস আইন অনুসারে গোয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে জামিনে থাকায় পুলিশ কপিলের থেকে এমডিএমএ,গাঁজা, কোকেনের মতো মাদক উদ্ধার করেছিল।
তবে বেড়িয়ে আসতে পারে আরও বোরো কোন তথ্য , মাদক পাচার কেসে এতগুল নাম বেড়িয়ে আসে তবে গোটা বলিউড এত কিছু শুনে জেনে চুপ কেন?