প্রতিদিনিই বদলে যায় আবহাওয়া। তবে এবারের আবহাওয়ার বদল কিছুটা অন্যরকম। সারা বছর ধরেই দেখা যাচ্ছে বৃষ্টির মুখ। কখনো ঝোড়ো বৃষ্টিতে দেখা যাচ্ছে ক্ষতি আবার কখনো ভ্যাপসা গরম থেকে বাঁচতে স্বস্তি রেখা হয়ে দেখা দিচ্ছে বৃষ্টি। তাই প্রতিদিন নজর রাখতে হবে দৈনিক আবহাওয়া বার্তায়।
বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে প্রবল সাইক্লোন।
আর সেই ঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলায়। তার মাঝেই আর কিছুক্ষনের মধ্যেই বাংলার ১১ টি জেলায় আছড়ে পড়তে পারে প্রবল ঝড় বৃষ্টি।
গোটা রাজ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা , দুই ২৪ পরগনা ,হাওড়া ,হুগুলি , দুই মেদিনীপুর ,নদীয়া ,দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পঙ ও আলিপুরদুয়ারে।
তাই বাড়ি থেকে বের হবার আগে খেয়াল রাখুন বর্ষাতি বা ছাতা সাথে রেখেছেন কি না। নইলে পরে যেতে পারেন বিপাকে।