ই-মেইল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট খুলতে পাসওয়ার্ড লাগে। এই পাসওয়ার্ড অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখে। গ্রাহকদের অজান্তে নানা কৌশলে চুরি হয় পাসওয়ার্ড। পাসওয়ার্ড চুরি যাওয়া মানে পুরো অ্যাকাউন্ট অন্যের দখলে।
সম্প্রতি এক নতুন ফিশিং অ্যাটাকের খবর সামনে এসেছে।
অ্যানড্রয়েড ফোনে থাকা অ্যাপের মাধ্যমে এই ফিশিং অ্যাটাক করছে হ্যাকাররা। ট্রেন্ড মাইক্রো নামের একটি সাইবার সিকিউরিটি সংস্থা এসব স্পাইওয়্যারসহ অ্যাপগুলোর নাম প্রকাশ্যে এনেছে।
এর মধ্যে ৪০টি ভুয়া ক্রিপ্টো মাইনিং অ্যাপসহ মোট ২০০টিরে বেশি ফেসটেলার স্পোইওয়্যারের খোঁজ মিলেছে। মূলত এসব অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ক্রিপ্টোকারেন্সি চুরি করতো। ভয়ংকর তথ্য হলো, এরমধ্যে কয়েকটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ১ লাখের বেশি ডাউনলোড হয়েছে।
আপনার ফোনে এর মধ্যে যে কোনো অ্যাপ ইনস্টল থাকলে তা এখনই ডিলিট করুন-
* ডেইলি ফিটনেস ওএল।
* প্যানোরমা ক্যামেরা।
* বিজনেস মেটা ম্যানেজার
* সোয়াম ফটো।
* এনজয় ফটো এডিটর।
* ক্রিপ্টোমিনিং ফার্ম ইওর কয়েন।
* ফটো গেমিং পাজেল।
গুগল সবাইকে অ্যাপগুলোর বিষয়ে সতর্ক করেছে। পাশাপাশি তাদের প্লে স্টোর থেকেও সরিয়ে নিয়েছে। যদিও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে .apk ফাইলের মাধ্যমে এই অ্যাপগুলো এখনও অ্যানড্রয়েড ফোনে ইনস্টল করা যায়। সূত্র: গ্যাজটস নাও