লাদাখে পরিস্থিতি গুরুতর, বিদেশমন্ত্রী জয়শঙ্করের কণ্ঠে ফুটে উঠেছেউদ্বেগ

লাদাখ সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনা না ঘটলেও চীন এখনো সেনা অপসারণে অনড় বলে কিছুদিন আগেই রাজনাথ সিং এর কথায় তা বোঝা গেছে। এখনো দুই পক্ষের আলোচনা প্রক্রিয়া অব্যাহত আছে।
এবার বিদেশমন্ত্রী জয়শঙ্করের কণ্ঠে ফুটে উঠেছে সেই উদ্বেগ। বিদেশমন্ত্রীর লেখা নতুন বই ‘দ্য ইন্ডিয়া ওয়ে: স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড’ প্রকাশ করার আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন ‘তিন দশকের অবস্থা খতিয়ে দেখলেই বোঝা যাবে, পরিস্থিতি কতটা সঙিন। সাড়ে তিন মাস ধরে দুই দেশের সেনাবাহিনী ওই তল্লাটে মুখোমুখি দাঁড়িয়ে। কূটনৈতিক ও সেনাপর্যায়ে এতগুলো বৈঠক সত্ত্বেও অবস্থা অপরিবর্তিত।’ তিনি বলেন, চীনকে ভারত স্পষ্ট বলে দিয়েছে, সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষার ওপরেই নির্ভর করছে দুই প্রতিবেশীর সম্পর্ক।’
ওই সাক্ষাৎকারে জয়শঙ্কর স্পষ্ট করে জানিয়েছেন এই কূটনীতি ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন বা শোধরানোর উপায় নেই।
তিনি আরো বলেন, গত তিন দশকের খতিয়ান দেখলে দেখা যাবে, বহুবার সীমান্তে গোলমাল হয়েছে। ডেপসাং, চুমর, ডোকলাম, অশান্তি দেখা গেছে নানা জায়গায়। প্রতিটির চরিত্র ছিল আলাদা। গলওয়ানের চরিত্রও অন্যদের তুলনায় ভিন্ন। কিন্তু প্রতি ক্ষেত্রে একটা বিষয়ে মিল ছিল। প্রতিটি বিবাদের মীমাংসা কূটনীতির মাধ্যমে করা গেছে, এ ক্ষেত্রে যা এখনো হয়নি।
তিনি বলেন, স্থিতাবস্থা নষ্ট না করে দুই তরফের মধ্যে বোঝাপড়া ও চুক্তিকে সম্মান দেখিয়েই পরিস্থিতির মীমাংসা করতে হবে। সে কথা চীনকে ভারত বারবার মনে করিয়ে দিয়েছে।