নিউজ

মাত্র ৩ হাজার টাকাতে মঙ্গল গ্রহে জমি কিনলেন বাংলার এই ছেলে!

আমরা অনেকেই জানি চাঁদে অনেক সেলেব্রিটি তারকারা জমি কিনে রেখেছেন সেই তালিকায় সম্প্রতি নাম উঠে এসেছে সুশান্ত সিং রাজপুতেরও। কিন্তু এবার খবরে এলো নতুন মাত্রা চাদ নয় এবার মঙ্গলে জমি কিনছে মানুষ। পৃথিনবির অনেক মানুষ আগ্রহ দেখাচ্ছেন মঙ্গলে জমি কেনার বিষয়ে।

আর এবার মঙ্গলে জমি কেনার তালিকায় নাম লেখালেন পশ্চিমবঙ্গের হুগুলি জেলার শ্রীরাম পুরের বাসিন্দা শৌনক দাস।

তবে এক্ষেত্রে মজার বিষয় হলো পৃথিবীর মতো এক টুকরো জমি কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খরচ করতে হয়নি তাকে মঙ্গোল গ্রহে ১ একর জমি কিনতে শৌনকের খরচ হয়েছে মাত্র ৩ হাজার টাকা।

জমি কেনা প্রসঙ্গে শৌনক দাস জানিয়েছেন ‘বিজ্ঞান, প্রযুক্তি যে গতিতে উন্নত হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহও হয়তো মানুষের বাসযোগ্য হয়ে উঠবে।’ ইতিমধ্যে নাসা শৌনকের নামে একটি চিপ মঙ্গোল গ্রহে পাঠিয়েছে । জমির দলিলও কিছুদিন আগেই হাতে পেয়েছেন তিনি।

Back to top button