বিয়েতে মালাবদলের আগেই চাইলেন যৌতুক, পাত্রকে গাছে বেঁধে রাখল পাত্রীপক্ষ
যুদ্ধের ময়দানে বদলে গেল বিয়ের অনুষ্ঠান। মালাবদলের আগে বর যৌতুক চেয়েছিল। আর এতেই মেজাজ হারিয়ে ফেলেন কনে। কেন যৌতুক চাইলেন প্রশ্ন তুলে পাত্রকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৪ জুন) ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাত্রের নাম অমরজিৎ ভার্মা। মালাবদলের কিছুক্ষণ আগে তিনি বরের কাছে টাকা চেয়েছিলেন বলে অভিযোগ। তাছাড়া তিনি হুঁশিয়ারি দেন, যৌতুক না দিলে বিয়ে করবেন না। এবং তারপর নববধূ বেরিয়ে এল। বিয়ের পরপরই উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়।
অভিযোগ, কনের বাড়ির লোকজন পরে অমরজিৎ ও তার আত্মীয়কে বন্দী করে নিয়ে যায়। এরপর স্বামীও অমরজিৎকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে দেন। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে।
তবে স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঝামেলার শুরুটা হয়েছিল সেলফি নিয়ে। অমরজিতের বন্ধুরা কনের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল। কিন্তু কনে রাজি হয়নি। অভিযোগ, এর পর অমরজিতের বন্ধুরা কনের সঙ্গে খারাপ ব্যবহার করে।
এই ঘটনায় পরিস্থিতি ইতিমধ্যেই মালাবাদলের দিকে বাড়তে থাকে, উপরন্তু অমরজিৎ টাকা দাবি করে । এরপর দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্বামী অমরজিৎকে পাত্রীপক্ষে হাত থেকে মুক্ত করে নিজের তত্ত্বাবধানে নেন।
সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার।