নিউজ
বিনামূল্যে বদলে নিন আধার কার্ডের জরুরি তথ্য, দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা

আধারকার্ড বর্তমান সময়ে ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য।কারণ আধারকার্ড এখন প্রয়োজন প্যানকার্ড থেকে শুরু করে রান্নার গ্যাস প্রায় সর্ব ক্ষেত্রেই। এছাড়াও সরকারি বিভিন্ন রকম সুবিধা পেতে গেলে দিতে হয় আধার নম্বর।
কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ কার্ডে যদি তথ্য ভুল থাকে তাহলে দেখা যায় জটিলতা। তাই এবার সেই তথ্য পুনরায় সঠিকভাবে আপডেট করার জন্য খোলা হচ্ছে ১২৯৩ টি আধার কেন্দ্র।
তবে আপনাকে হতে হবে মহারাষ্ট্রের বাসিন্দা। এই মুহূর্তে সরকার মহারাষ্ট্র থেকে এই কাজ শুরু করতে চলেছে। কিছুদিন পরেই হয়তো এই সুবিধা পাওয়া যেতে পারে আমাদের বাংলাতেও। এই ১২৯৩টি আধার কেন্দ্রে আপনি বিনামূল্যে আপডেট করতে পারবেন আপনার জন্ম তারিখ থেকে শুরু করে যেকোনো নতুন ও সঠিক তথ্য।