
ইতিহাস বিজড়িত ঐতিহ্য ও ব্রিটিশ আমলের আধুনিক নামের গর্ব থাকার কারণেই অনেকদিন আগেই দেওয়া হয়েছিল হেরিটেজ বিল্ডিঙের তকমা।কিন্তু এতো কিছুর পরেও শেষ রক্ষা হলোনা, বন্ধ হয়ে গেলো কলকাতার আইকনিক এই সিনেমা হল রক্সি।হ্যা ঠিকই শুনেছেন আজ থেকেই পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেলো এই সিনেমা হল।আজ প্রদর্শিত হল শেষ সিনেমা।
‘কিসমত’ নামের একটি ছবির সাথে যুক্ত আছে এই সিনেমা হলের সঙ্গে নেতাজির সেই স্মৃতি ,১৯৪৩ সালে মুক্তি পাওয়া সেই সিনেমা দেখতে গিয়েছিলেন স্বয়ং নেতাজি।টানা ১৮৬ দিন ধরে সিনেমাটি চলেছিল সেই হলে।রক্সিতে সর্বপ্রথম যে সিনেমাটি প্রদর্শিত হয়ে ছিল তা হল তৎকালীন সুপারস্টার অশোক কুমার অভিনীত ‘নয়া সংসার’।
সিনেমা থেকে দর্শকদের ক্রমশ মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা ও মাল্টিপ্লেক্সের বাজারে অনেকদিন থেকেই বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন সিনেমা।এবার সেই বন্ধ হয়ে যাওয়ার তালিকায় নাম লেখালো ইতিহাস বিজড়িত এই সিনেমা হল।