পুজোয় দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন? টয় ট্রেন নিয়ে দারুণ খবর জানাল রেল
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) পুজোর সময় পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে আরও চারটি জয় রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে এই চারটি জয় রাইড চালানো হবে। বর্তমানে দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত আটটি জয় রাইড চলে। নতুন চারটি জয় রাইডের সময়সূচি শীঘ্রই প্রকাশ করা হবে।
পাহাড়ে পর্যটকদের সংখ্যা বৃদ্ধির কারণে টয় ট্রেনের চাহিদাও বাড়ছে। গত আর্থিক বছরে টয় ট্রেনে মোট ১ লাখ ৫৬ হাজার যাত্রী পেয়েছিল। টয় ট্রেন থেকে রেলের আয় হয়েছিল মোট ১৯ কোটি ২১ লাখ টাকা। এবার সেই সংখ্যাটাও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। করোনা সংক্রমণ কমার পর থেকেই উত্তরবঙ্গমুখী পর্যটকদের অসংখ্য কয়েক গুণ হারে বেড়েছে। এবারেও পুজোয় টয় ট্রেনের যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
দার্জিলিংয়ের অন্যতম সিগনেচার আইটেম হল টয় ট্রেন। পর্যটকদের চাহিদার জন্য বছরের প্রতিটা সময় টয় ট্রেন চালানো হয়ে থাকে। তবে পুজোর সময়টা যাত্রীদের চাপ দ্বিগুণ হয়ে যায়। সেই কথা মাথায় রেখেই ডিএইচআর টয় ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে। বর্তমানে স্ট্রিম ইঞ্জিন পরিচালিত টয় ট্রেনের ভাড়া ১৫০০ টাকা এবং ডিজেল চালিত ট্রেনের ভাড়া এক হাজার টাকা। তবে পুজোর আগে ট্রেনের ভাড়ার কোনও পরিবর্তন করা হচ্ছে না বলেই জানা যাচ্ছে।