নিউজ

পাকিস্তানের পর্দাফাঁস হতে পারে আজ, পেশ হলো পুলওয়ামা হামলার চার্জশিট

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হয় ভারতীয় ৪০ জন জওয়ান। কিন্তু তাদের পরিবার কোনো বিচার পায়নি আজ অব্দি । সেই হামলায় জড়িত কয়েকজন ইতি মধ্যে গ্রেফতার হয় তা জানা গিয়েছে। সেই সঙ্গে দু’বার চার্জশিট পেস করেও তদন্ত বেশি দূর এগোয়নি।

তদন্তকারী সংস্থা এনআইএ পুলওয়ামা হানার চার্জশিট পেস করতে চলছে ,জানা গিয়েছে মোট ৫ হাজার পাতার চার্জশিট পেশ করতে চলছে। প্রকাশ পেয়েছে অভিযুক্তদের লম্বা লিস্ট।
তাদের মধ্যে জইশ-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজাহার প্রধান অভিযুক্ত হিসেবে জানা গিয়েছে।

পাকিস্তান এই হামলায় যুক্ত সেটা অস্বীকার করলেও ভারত প্রথম থেকেই সেটা মানতে পারেনি ,ভারত দাবি করে পুলওয়ামায় যে RDX ব্যবহৃত হয়েছিল সেটা পাকিস্তান থেকে আসে। সেই দাবির প্রমাণ এদিনের চার্জশিটে পেশ করি ভারতীয় জাতীয় সংস্থা। হোয়াটসঅ্যাপ চ্যাট, ভিডিও, ফোনের কললিস্ট ঘেঁটে NIA প্রমান পেয়েছে যে পাক জঙ্গিরা যে ভারতে অনুপ্রবেশ করেছে ।

এন আই এ-র তদন্তে জঙ্গিগোষ্ঠীর তালিকার মধ্যে কিছু নাম আদিল আহমেদ দার, উমর ফারুক, শাকির বসির মারগ্রে, মহম্মদ ইকবাল।

Back to top button