ছেড়ে চলে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চাদউইক বোসম্যান

2020 বহু মানুষ আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন ,তেমনি তাদের মধ্যে রয়েছেন চাদউইক বোসম্যান যাকে আমরা black panther নামে চিনি,গত শুক্রবার তিনি কোলন ক্যান্সারের সাথে লড়াই করতে করতে দেহ ত্যাগ করেন,তার বয়স ছিল মাত্র ৪।
বোসম্যান এর পরিবার এক বিবৃতে জানায় তিনি ৪ বছর আগের থেকেই কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। বোসম্যান তাঁর শারীরিক পরিস্থিতির কথা কখনো প্রকাশ্যে কথা বলেননি। তবে তাঁর ট্যুইটার এক্যাউন্ট থেকে সদ্য পাওয়া খবর হল যে Chadwick Boseman is no more.
তাঁর পরিবার এক বিবৃতিতে জানান যে, “A true fighter, Chadwick persevered through it all, and brought you many of the films you have come to love so much,” যার অনেকটা এরকম শোনায় – “একজন সত্যিকারের যোদ্ধা, চাদউইক এ সব নিয়েই অধ্যবসায় রেখেছিলেন, এবং আপনি যে ছবিগুলিকে এতটা ভালোবাসতে পেরেছেন তা নিয়ে এসেছেন।”