
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চা কাকু যার নাম নাম মৃদুল কান্তি দেব তার ছেলের নাম অজিত দেব।গায়ে গামছা পরা একটি মানুষ জনতা কারফিউয়ের দিন চা খেতে বেরিয়েছেন এবং তিনি খুব মিষ্টি ভাবেই বলেছেন তারা কি চা খাবেন না।সেকথা সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে যা নিয়ে হাসি মস্করার শেষ নেই , তবে আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়া মাতিয়েছে সেটি হল এই মৃদুল বাবুর আসল পরিচয় জানা গেছে। তিনি একজন খেটে খাওয়া মানুষ।এবার প্রকাশ্যে এলেন তার ছেলও।তবে আবার সকলের কাছে বললেন তাদের করুণ আর্থিক পরিস্থিতির কথা।
একজন খেতে খাওয়া মানুষ ক নিয়ে যেভাবে হাসি মস্করা করা ঠিক নয় কিন্তু তিনি যা করেছেন তার অজান্তেই করেছেন,চলুন সবাই মিলে চা কাকু মানে মৃদুল বাবুর আর্থিক পরিস্থিতে এগিয়ে যাই । যাতে অর্থনৈতিক ভাবে তাদের সাহায্যের হাত বাড়ানো যায়।