কলকাতা বিমানবন্দরে হঠাৎ কী করে আগুন লাগল, কারণ জানতে আজই আসছে DGCA-র দল
কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। বিমানবন্দর ফায়ার সার্ভিসের পাঁচটি এবং দমকল বাহিনীর চারটি ইউনিট প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ১২ মিনিট নাগাদ বিমানবন্দর থেকে বেরোনোর ৩-এ গেটের কাছে হঠাৎ করেই আগুন লাগে। মুহুর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় গোটা চত্বর। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত আগুন লাগার কোনও কারণ জানাননি। তবে সূত্রের খবর, যাত্রীদের সামগ্রী বহনের ‘কনভেয়ার বেল্ট’-এ কোনও ভাবে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে বেরোনোর ৩-এ গেটের কাছে চেকিংয়ের জায়গায় ১৬ নম্বর ডিপার্চার কাউন্টারের পাশ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।
রাত ১০টা নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত ৯টা ১২ মিনিট নাগাদ বিমনবন্দরের ‘চেক ইন’ এলাকার ‘ডি’ পোর্টালে আগুন লাগে। সমস্ত যাত্রীদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার ফলে বিমানবন্দরে ভিতরে ধোঁয়ায় ভরে গিয়েছে। ফলে, ‘চেক ইন’ প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছ।
বুধবার রাত্রিবেলা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। যে জায়গায় সিকিউরিটি চেকিং হয়, তার কাছেই আগুন লাগে। গতকালের ঘটনার পর বৃহস্পতিবার ওই স্থান ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি মেরামতির কাজও শুরু হয়েছে। সূত্রের খবর, আগুন লাগার তদন্তে আসতে চলছে ফরেন্সিক দল।
সূত্রের খবর, আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলে আসতে চলেছ দিল্লির ডিজিসিএ-র বা নিয়ামক দল। একই সঙ্গে এলাকা পরিদর্শনে আসতে পারেন উচ্চ-পদস্থ ইঞ্জিনিয়ররা। এ দিকে, বিমানবন্দরে আগুন লাগার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। শর্ট সার্কিট থেকে আগুন নাকি দাহ্য কোনও বস্তু থেকে এই ঘটনা তা এ দিন খতিয়ে দেখা হবে।