করোনা সংকট : ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা GST আদায় কমবে, অর্থমন্ত্রী দিলেন সমাধানের পথ

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো GST কাউন্সিলের বৈঠক। আর ওই বৈঠকে দেওয়া কেন্দ্র সরকারের হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে যে চলতি বছরে রাজ্যগুলিকে ৩লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর কারণে GST আদায় কমে গেছে অনেকটাই। এরকম পরিস্থিতিতে কেন্দ্র সরকার মনে করছে শেষ বসিয়ে রাজ্যগুলির জন্য জোগাড় করা যাবে ৬৫ হাজার কোটি টাকা।
এই প্রসঙ্গে রাজস্ব সচিব অজয় ভূষণ পান্ডে বলেছেন ‘জিএসটি-র জন্য রাজ্যগুলির মোট রাজস্ব ঘাটতি হওয়ার কথা ছিল ৯৭ হাজার কোটি টাকা। কিন্তু করোনা অতিমহামারীর জন্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা।
তাই রাজ্যগুলি কে এই সমস্যা সমাধানের জন্য দেওয়া হয়েছে দুটি সুযোগ। রাজস্ব সচিব জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের সাথে আলোচনা করে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যগুলিকে কম সুদে ৯৭ হাজার কোটি টাকা ধার দেওয়া হবে। ২০২২ সালের মধ্যে সেই ঋণ শোধ করতে হবে। সেস বসিয়ে ঋণশোধের অর্থ সংগ্রহ করবে রাজ্যগুলি। অথবা রাজ্যগুলি পুরো ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকাই ঋণ নিতে পারবে। কোন রাজ্য কত টাকা ঋণ নেবে, তা জানাতে হবে আগামী সাত দিনের মধ্যে।
অর্থমন্ত্রী বৈঠকে জানান, জিএসটি-র ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রীয় সরকার ২০২০ সালে দিয়েছে ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। তার মধ্যে গত মার্চে দেওয়া হয়েছে ১৩ হাজার ৮০৬ কোটি টাকা। জিএসটি-র ক্ষতিপূরণ দেওয়ার জন্য সেস আদায় হয়েছে মাত্র ৯৫ হাজার ৪৪৪ কোটি টাকা।