করোনা ভাইরাস: কত দিন পরে দেখা যায় দেহে রোগের লক্ষণ? নতুন গবেষণায় উঠে এলো অবাক করা তথ্য
এতদিনে সরকারের পক্ষ থেকে বহুল প্রচারের মাধ্যমে অনেকেই জেনে গেছেন করোনার লক্ষণ গুলো সম্পর্কে।আর এবার করোনা সম্পর্কে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা পেলো নতুন তথ্য। সেই নতুন গবেষণায় জানা গেলো করোনা ভাইরাসটি শরীরে প্রবেশ করার পর ঠিক কতদিন পর প্রকাশ পায় তার লক্ষণ বা কতদিন পর এই ভাইরাস শরীরে আক্রমণ চাল;নিয়ে শরীরকে দেয় দুর্বল করে।
ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মারা গেছেন ৪০০০ এর বেশি মানুষ।ভারতেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬ জন। গোটা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১ লক্ষ ১৩ হাজার মানুষ।এই ভাইরাসের প্রতিষেধক বের করার জন্য বিজ্ঞানীরা আপ্রাণ গবেষণা করে যাচ্ছেন।
এবার গবেষণায় উঠে এলো এক চাঁচোলকোর তথ্য।জোন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দীর্ঘ দিনের এক গবেষণায় জানা গেলো এই মারণ ভাইরাসটি শরীরে প্রবেশ করার পর সেই শরীরে কলোনোরকম অস্বস্তি অনুভূত হয়না ফলে বোঝার উপায় থাকেনা এই ভাইরাসের আক্রমণ।
এই ভাইরাস শরীরে প্রবেশের ৫ দিন পর দেখা দেয় তার আক্রমণের লক্ষণ গুলো। প্রথমে সর্দি-কাশি। আর তারপরেই শুরু হয়ে যায় শ্বাসকষ্ট।
জনপ্রিয় বৈজ্ঞানিক একটি পত্রিকা দা ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে এপিডেমিওলোজিস্ট জাস্টিন লেসার জানিয়েছেন এই বিষয়ে তারা নিশ্চিত যে করোনা ভাইরাস শরীরে প্রবেশের ৫ দিন পর তার সংক্রমণ শরীরের মধ্যে দেখা দেয়।