নিউজ

কবর দেওয়ার ২দিন পর, পায়ে হেটে বাড়ি ফিরলো ‘মৃত’ যুবক, ভয়ে দৌড়ে পালালো গ্রামবাসী

হঠাৎ একদিন স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যান এক যুবক। এরপর দীর্ঘদিন ধরে নিখোঁজ হয়ে থাকা যুবককে খুঁজে পেতে পুলিশের কাছে যায় তার পরিবার। শেষে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে কিন্তু মৃতদেহ কবর দেওয়ার দুইদিন পর নিজের পায়ে হেটে গ্রামের বাড়িতে ফিরে আসেন ওই যুবক।
ভারতের উত্তরপ্রদেশের কানপুরের কর্নেলগঞ্জ এলাকায় তাজ্জব ঘটনাটি ঘটে।
জানা গেছে আহমেদ হাসান নামের ওই যুবক তার স্ত্রী নাগমার সাথে ঝগড়ার কারণেই বাড়ি ছেড়ে চলে যায়। বেশ কিছুদিন ধরে খোঁজ না পাওয়ায় স্থানীয় পুলিশের কাছে ডাইরি করেন তার স্ত্রী ও তার পরিবার।

এর কিছুদিন পর একটি মরদেহ উদ্ধার করে পুলিশ এরপর ওই মৃতদেহকে হাসান বলে নির্ণয় করে তার পরিবার
শেষে প্রতিবেশীদের সাথে নিয়ে সেই মৃতদেহ দাফনের কাজ শেষ করে ওই যুবকের পরিবার।

কিন্তু কবর দেওয়ার দু দিন পর রাস্তা দিয়ে হেটে ফিরতে দেখে গ্রামবাসী। আর এরফলে শুরুতে ভয় পেয়ে যায় সবাই। হাসান বাড়ি ফিরে দেখে বাড়ির দরজাতে তালা লাগানো। এরপর বিস্তারিত শুনে পুলিশের কাছে হাজির হয় হাসান ও তার স্ত্রী।

হাসান জানিয়েছে , সে বউয়ের সঙ্গে ঝগড়ার পর রাগের মাথায় বাড়ি ছাড়েন তিনি। ওই সময় এক ভদ্রলোক তাকে কারখানায় কাজ জোগাড় করে দেন। সেখানে কাজ করে টাকাও পান তিনি। সেই টাকা নিয়ে বাড়ি ফেরার পর তার দেহ কবর দেওয়ার খবর তিনি পান।

হাসানের স্ত্রীর জানিয়েছে , পুলিশ দেহটা নিয়ে আসার পর প্রথমে মুখ দেখে বুঝতে পারেননি। পরে দেবর তার ভাইকে শনাক্ত করে। তাই হাসানকে মৃত ভেবে দাফন করা হয়েছিল।

এসএসপি প্রীতন্দর সিং বলেন, হাসানের পরিবার কার দেহ দাফন করেছে সেটা এখন খোঁজ করে দেখতে হবে । ।

Back to top button