এসে গেলো হোয়াটসঅ্যাপের নতুন অপশন, জেনেনিন কিভাবে পাবেন
হোয়াটসঅ্যাপের ডার্ক মোড নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে গুঞ্জন।কখনো কেউ বলছে চালু হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড, আবার কখনো কেউ বলছে তা প্রযুক্তি এখনো চালু করা হয়নি।তবে এবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়ে দিলো যে তাদের ডার্ক মোড চালু হয়েছে।বর্তমানে ফেনে এই থিম ব্যবহার করা যাবে কিন্তু হোয়াটসঅ্যাপে কবে থেকে এই থিম ব্যবহার করা যাবে এব্যাপারে এখনো কিছুই জানা যায়নি।
বর্তমানে সবার ফোনে খুব দ্রুত নতুন থিম আপডেটের কোনো অপশন না দেখালেও, চিন্তার কোনো কারণ নেই।আস্তে আস্তে এটি সবার কাছে পৌঁছে যাবে।যাদের স্মার্ট ফোনে অ্যান্ড্রয়েড ১০ বা অপারেটিং সিস্টেম ১৩ রয়েছে তাদের ফোনের সিস্টেমের সেটিনগেয়েই পাওয়া যাবে এই অপশন।
যেসব ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ৯ বা অপারেটিং সিস্টেম ১২ ব্যবহার করেন, তাদের হোয়াটসঅ্যাপ সেটিংয়ে এই নতুন থিম নিয়ে ইতিমধ্যে উপলব্ধ হওয়ার কথা।ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ তরফ থেকে জানানো যাচ্ছে যে, তাদের ফোনের অ্যাপ স্তরের দিকে লক্ষ্য রাখা।
তবে মনে রাখতে হবে, বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করেন এমন বহু মানুষ রয়েছে, তাই একসাথে সবার ফোনে এই সুবিধা পাওয়া সহজে পাওয়া যাবে না।যদি এখন আপনার ফোনে এটি না পান তাহলে ইতিমধ্যেই সেই অপসন অবশ্যই পাবেন।তবে যারা অ্যান্ড্রয়েড ও অপারেটিং সিস্টেমের সবথেকে নতুন প্রযুক্তি ব্যবহার করেন।তাদের আর সেভাবে কিছু ভাবার প্রয়োজন নেই।