নিউজ

‘আমরা করোনার ভ্যাকসিন পেয়ে গেছি!’ উচ্ছসিত ঘোষণা বিজ্ঞানীদের

অবশেষে কোরোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে সফল হয়ে গেছেন বলে চাঞ্চল্যকর দাবি করলো মার্কিন যুক্তরাষ্ট্রের এক ওষুধ সংস্থার গবেষকরা।যে সময় সারা বিশ্বের লোক করোনা নিয়ে আতংকিত তখন এই সাফল্যের ঘোষণা করলো কানাডার এক ওষুধ কোম্পানির মার্কিনি গবেষকরা।

কানাডার ওষুধ কোম্পানি মেডিকাগো-র বিজ্ঞানীরা অবশেষে উচ্ছসিত ভাবে জানিয়েছে যে তারা করোনা ভাইরাসের প্রতিষেধক পেয়ে গেছে।এখন শুধু FDA কে সেই প্রতিষেধক পাঠানো হবে অনুমোদনের জন্য।FDA অনুমোদন দিলেই তবেই আবিষ্কৃত প্রতিষেধকটি ছাড়া হবে বাজারে।

জানাগেছে কবিড-১৯ বা জিম সিকোয়েন্স পাওয়ার টো দিনের মাথায় তারা এই প্রতিষেধকটি আবিষ্কার করতে পেরেছে।শিগ্রই FDA অনুমোদন দিলেই তারা এই ওষুধ বাজারে পাঠাবে বিক্রয়ের জন্য।

মেডিকাগোর সিইও ব্রুস ক্লার্ক বলেছেন যে, ‘তাঁর সংস্থা মাসে এক কোটি ডোজ পরিমাণ প্রতিষেধক উৎপাদন করতে পারে। যদি নিয়ন্ত্রক বাঁধাগুলি দূর করা যায় তবে নভেম্বরে এই ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে।’

Back to top button