বাজারদরনিউজ

সুখবর! Jio-নিয়ে এলো হোলি অফার, নতুন প্ল্যান নিয়ে এলো সংস্থা

জিও টেলিকম মার্কেটে পা রাখার পর শুরু থেকেই একের পর এক অফার দিয়ে চলেছে। বিভিন্ন অফারের কারণে জিওরে গ্রাহক সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। আর এবার জিও তাই আজকের হোলি উৎসব উপলক্ষ্যে আবার একটি পুরোনো প্ল্যান নতুন ভাবে ফিরিয়ে নিয়ে এলো গ্রাহকদের জন্য।

জিও আবার ৪৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান ফিরিয়ে অন্য গ্রাহকদের জন্য।এই প্লানের মাধ্যমে জিওর সমস্ত এপ্লিকেশন ব্যবহার করা যাবে।আজ এই পুরোনো প্ল্যান ফিরিয়ে এনে জিও গ্রাহকদের উদ্যেশে একটি টুইট করেছে।

এর আগে গোটপ বছর এই প্ল্যান বন্ধ করে দিয়েছিলো জিও।এই প্লেন গ্রাহকরা ৩৬০ দিনের জন্য পাবে ৩৫০ জিবি ডেটা।এই প্ল্যান ব্যবহার করে জিও নম্বরে করা যাবে আনলিমিটেড কল।জিও ছাড়া অন্য নেটওয়ার্কে কল করার জন্য দেওয়া হয়েছে ১২০০০ মিনিট।এছাড়াও জিও ৩৩৬ দিনের ভ্যালিডিটি সম্পন্ন ২১২১ টাকা মূল্যের একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে জিও।

Back to top button