লাইফস্টাইল

লম্বা চুল পেতে যা যা করা উচিত, জেনেনিন

প্রায় প্রত্যেক নারী চায় তাদের চুল যেন লম্বা ও সুন্দর হয়। কিন্তু সেটা আর কজনের হয়ে ওঠে বলুন।লম্বা চুল পেতে অনেক নিয়ম মেনে চলতে হয়।কারণ, অনেকেই আছে যারা চুল যত্ন করতে চান না তবে লম্বা চুল পেতে চান। জানেন কি, চুল তখনই লম্বা ও সুন্দর হয় যখন সঠিকভাবে যত্ন করা হয়। যার জন্য পুষ্টিকর খাবারও খাওয়া উচিত।

চুল সুস্থ থাকলে তবেই না তা বৃদ্ধি পাবে। চুল সুস্থ রাখার জন্য কিছু ঘরোয়া প্যাকও আছে। কিন্তু কিভাবে বানাবেন সেই প্যাক? আসুন তাহলে জেনে নেয়া যাক-

১- ডিম, টক দই, মেথি ও পাকা কলার প্রোটিন প্যাকটি চুলের জন্য বেশ ভালো।

২-আমলকীর রস চুলের জন্য বেশ উপকারী । চাইলে এর সঙ্গে আপনি অ্যালোভেরা মিশিয়ে নিতে পারেন। এতে চুল নরম হবে আবার কন্ডিশনারের কাজও করবে।

৩-পেঁয়াজের রসের সঙ্গে মেথি ও ত্বক দই মিশিয়ে চুলে লাগাতে পারেন।

৪-এমনকি দুধ ও মধু মিশিয়ে চুলে লাগাতে পারেন। এতে চুলের শুস্ক ও রুক্ষতা দূর হবে।

তবে মনে রাখবেন, এই প্যাকগুলি সপ্তাহে একদিন ব্যাবহার করা উচিত।৩০মিনিট চুলে রেখে তারপর ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে।

Back to top button