লাইফস্টাইল

শ্বাসতন্ত্রের জটিল এই তিনটি রোগ সম্বন্ধে,জেনে নিন

আমাদের শরীরের স্বাসতন্ত্রকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়।উপরের অংশ বা আপার রেসপিরেটরি ট্রাক্ট এবং নিচের অংশ বা লোয়ার রেসপিরেটরি ট্রাক্ট।শ্বাসতন্ত্রের রোগ সব বয়সের লোকদেরই হতে পারে।শ্বাসতন্ত্রের জটিল তিনটি রোগ নিয়ে আলোচনা তুলে ধরা হলো-
১।ট্রাকিয়াইটিস ও ব্রংকাইটিস:শ্বাসতন্ত্রের রোগ হলো এই ট্রাকিয়াইটিস ও ব্রংকাইটিস।এই রোগ সাধারণত সাধারণ সর্দি জ্বরের পরে হবে। শুকনো ও বেদনাময় কাশি এবং বুকের নিচে অশান্তি।বুক ভারী, সাঁইসাঁই শব্দ, শ্বাসকষ্ট হবে।
২। অ্যাজমা ও বক্ষব্যাধি:এই অ্যাজমা ও বক্ষব্যাধি শ্বাসতন্ত্রের আর এক রোগ।এই রোগ হলে বুকে ঘন ঘন ব্যথা হয়ে থাকে।এবং শরীরে অ্যাজমা হয়ে থাকে।
৩।ল্যারিংজোট্রাকিও ব্রংকাইটিস: এই রোগ প্যারা ইনফ্লুয়েঞ্জ ১ ২ ৩ (রাইনা ভাইরাস, অ্যান্টা-রোভাইরাস) সংক্রমণে হয়। প্রারম্ভিক উপসর্গ হবে সর্দির মতো। হঠাৎ করে একসঙ্গে অনেকক্ষণ কাশি, সঙ্গে গলায় শব্দ হবে এবং শ্বাসকষ্ট হবে।

Back to top button