লাইফস্টাইল

শ্বাসকষ্ট হয় যে কারণে

অনেকেই আছে যারা মনে করেন শ্বাসকষ্ট মানেই হাঁপানি।যারা এটা ভেবে থাকেন তারা ভুল। কারণ হাঁপানি হলো কোনো পরিশ্রম কাজ করে যখন একজন মানুষ হাপাতে থাকে সেটা হাঁপানি। কিন্তু শ্বাসকষ্ট হলো, যদি শ্বাসপ্রশ্বাসের হার বৃদ্ধির পাশাপাশি নিশ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হয়। এক্ষেত্রে সঠিক চিকিৎসা নিলে দ্রুত ভালো হওয়ার সম্ভনা থাকে।

ফুসফুসের যেকোনো সমস্যা বা রোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে। এমনকি নিউমোনিয়ার প্রধান উপসর্গ হলো শ্বাসকষ্ট। ফুসফুসে যতবেশি অংশ আক্রান্ত হবে, দিন দিন ততই শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করবে। কিন্তু কেন হয় এই রোগ? এই রোগ অতিরিক্ত পরিমানে ধূমপান, ধুলা-বালি থেকে হয়ে থাকে। আবার অনেক সময় পরিবারের কারোর এই সমস্যা থাকলে অপরজনেরও দেখা দিতে পারে।

এক্ষত্রে আপনাকে ধূমপান ও ধুলা-বালি থেকে দূরে থাকতে হবে। চিকিৎসকের সঠিক পরামর্শ নিয়ে চলাফেরা করতে হবে।তবে মনে রাখবেন, কখনো যদি আপনার এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে হাঁপানি ভেবে আগেই ওষুধ সেবন করবেন না। এতে বিপদ হতে পারে। তাই প্রথমেই ডাক্তার দেখবেন।

Back to top button