লাইফস্টাইল

শরীর ফুলে জল আসার কারণ জেনে রাখুন!কাজে লাগতে পারে

বয়স হলে বা অল্প বয়সেই কিছু কারণের জন্য শরীরে জল এসে শরীর ফুলে যায়।হাত,পা ও মুখ ও ফুলে যেতে পারে এই সমস্যা হলে।

হটাৎ কোনো কাজ করতে গিয়ে খুব হাপিয়ে যাচ্ছেন।বুক ধড়পড় করছে,খুব ঘামছেন।এবং পেতে গ্যাস উৎপন্ন হচ্ছে,খিদে ভাব নেই।এসব সমস্যার আপনার শরীরে জল জমে যাওয়ার কারণ।

তবে বিশেষজ্ঞদের থেকে জানা যায় শরীরে জল জমার আসল কারণগুলো হলো-হার্ট ফেইলুর, কিডনি ফেইলুর, লিভারের সমস্যা, রক্তশূন্যতা, থাইরয়েড হরমোনের ঘাটতি, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া- এসব কিছুকেই বিবেচনায় আনা হয়।তবে এসবের মধ্যে শতকরা ৮০ ভাগ কারণ হিসেবে হার্ট ফেইলুরকে দায়ী করা হয়।

Back to top button