লাইফস্টাইল

ভবিষ্যতের জন্য এই ৪টি বিপজ্জনক উপসর্গ অবশ্যই জেনে রাখুন

রোগ থাকলে তো উপসর্গ থাকবেই।এটাই স্বাভাবিক।কিন্তু সব উপসর্গ নিয়ে চিকিত্সকরা উদ্বিগ্ন থাকেন না। কিছু কিছু উপসর্গ আছে যেগুলো দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতাল বা চিকিত্সাকেন্দ্রে নিতে হবে।
১।হঠাৎ অজ্ঞান হওয়া: মস্তিষ্কের যেকোনো ধরনের বিকারের কারণে স্ট্রোক হতে পারে।
২।প্রস্রাবে রক্ত: মূত্রপথে পাথর ইত্যাদি হতে পারে।
৩।কাশিতে রক্ত: নিউমোনিয়া, ফুসফুসে ফোঁড়া, যক্ষ্মা এমনকি ফুসফুসে টিউমার হতে পারে।
৪।হঠাৎ তীব্র পেট ব্যথা: আলসার, পিত্তে পাথর, কিডনিতে পাথর, অ্যাপেন্ডিসাইটিস ইত্যাদি হতে পারে।

Back to top button