লাইফস্টাইল

ডায়রিয়া হলে যেসব খাবার খাওয়া যাবেনা, জেনেনিন বিস্তারিত

ডায়রিয়া হলো খুবই অস্বস্তিকর একটি রোগ।চিকিৎসকেরা বলে থাকেন এসময় তরল খাবার খেতে।এসময় কিছু অস্বাস্থ্যকর খাবার আপনার এই রোগকে আরও গুরুতর করে দিতে পারে।তাহলে জানা যাক কি কি খাবার খাওয়া যাবেনা।

> ডায়রিয়ার সময় দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না।এতে ল্যাকটোজ আছে যা গ্রহণে এই রোগ আরও ভয়ঙ্কর আকার ধারণ করে।

> চিকিৎসাকেরা বলে থাকেন যে, এমন সময় কফি একদম খাওয়া যাবেনা।এতে আপনার ডাইজেস্টিভ ট্রাক্টের সমস্যা হতে পারে।

> ডায়রিয়া হলে বা পাকস্থলীর যেকোনো সমস্যা হলে আপনি মদ্যপান করবেনই না।এতে আপনার হজমের সমস্যা আরও বিগড়ে যেতে পারে।

> ডায়রিয়া হলে মাংস একদম খাওয়া যাবেনা।এতে ডাইজেসটিভ ট্রাক্টের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

> ডায়রিয়া হলে বাদাম একদম খাওয়া যাবেনা।বাদামে ফাইবার রয়েছে যা ডায়রিয়ার সমস্যা আরও কঠিনতম করে তুলতে পারে।তাই এটি খাওয়া থেকে বিরত থাকুন।

Back to top button