লাইফস্টাইল

ডাক্তার দেখানোর আগে এই ৫টি প্রস্তুতি অবশ্যই নেওয়া দরকার

কোনো রোগ হলে আমরা তো ডাক্তারের কাছে যাই।তবে আমরা অনেকেই আমাদের সমস্যার কথা ডাক্তারের কাছে গিয়ে ভালোভাবে বলতে পারিনা।এর ফলে ডাক্তার চিকিৎসা শুরু করলে সঠিকভাবে চিকিৎসা হয়না অনেক সময়ই।তাই ডাক্তারের কাছে যাওয়ার আগে এই ৫টি প্রস্তুতি অবশ্যই সবার নেওয়া উচিত-
১।আপনি আসলে যে সমস্যার জন্য চিকিৎসকের কাছে এসেছেন,তা ভালোভাবে তুলে ধরুন।এবং আপনার কি কি সমস্যা রয়েছে তা খোলাখুলি ভাবে বলুন।
২।আপনি যে রোগের চিকিৎসা করতে এসেছেন তার সাথে যদি আপনার আরো কিছু রোগ থেকে থাকে তাহলে সেগুলিও বলুন।
৩।ওষুধ নিয়মিত কখন খাবেন,কিভাবে খাবেন তা ঠিক জেনে নিন।বা মনে না থাকলে ওষুধের পাতায় লিখে নিয়ে আসতে পারেন।
৪।ডাক্তারের প্রশ্নের উত্তর এর সঠিক জবাব দিন।হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে ফেলবেন না।
৫।চিকিৎসা পদ্ধতি, রোগের বিবরণ এবং ওষুধের মাত্রা-মেয়াদ চিকিৎসকের কক্ষ ত্যাগ করার আগেই তাঁর কাছ থেকে ঠিকভাবে বুঝে নিন।

Back to top button