লাইফস্টাইল

জীবন থেকে কিছু বাস্তবতা শিখুন

জীবন মানেই সংগ্রাম।সময় কখনো আপনার জন্য থেমে থাকবে না।তাই সময় থাকতেই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার।এবং আমরা জীবনে চলতে গিয়ে অনেককিছু বাস্তবতায়ও শিখে থাকি।চলুন তবে জেনে নেই-

১।জীবনে কোনোকিছু চিরস্থায়ী হয়না।আবেগ,অনুরাগ সবসময় স্থায়ী থাকে জীবনে।সুতরাং আজ আপনার কাছে যাকে ভালো লাগছে, কালকে তাকে আপনার ভালো না-ও লাগতে পারে। আজ যিনি প্রশংসা করছেন, কাল তিনি আপনার কঠোর সমালোচক হতেই পারেন।
২।নিজেকে কখনোই অন্যদের সঙ্গে তুলনা করবেন না। নিজেকে নিজের সঙ্গে তুলনা করতে শিখুন। বন্ধুর ভালো চাকরির খবর শুনে নিজেকে হেয় করবেন না, বন্ধু উৎসাহ দিয়ে নিজের পথ গোছানোর চেষ্টা করুন।
৩।যত বড়ই দুঃখ আসুক না কেন, তা মলিন হবেই। প্রেমিককে হারানোর বেদনা, ভালো চাকরির সুযোগ বা পরীক্ষায় ভালো ফল-নানা কারণে ব্যর্থতা আর শোক জীবনে আসতে পারে।
৪।সাফল্য কিংবা ব্যর্থতাই জীবনে সবকিছু নয়।সময়কে নান্দনিক উপায়ে বেঁচে থাকাই জীবন।

Back to top button