লাইফস্টাইল

ঘাসজাতীয় এই পাতার দারুন কিছু উপকারিতা, জানেন কি এটা কি পাতা?

খুবই পরিচিত এই পাতাটি । যার নাম থাই পাতা। অনেকেই এই থাই পাতার স্যুপ বানিয়ে খেয়ে থাকেন।জানেন কি, এই পাতা খেলে বেশ উপকার পাওয়া যায়।নিশ্চই অবাক হচ্ছেন। তবে এটা অবাক করার মতোই কথা। এবার তাহলে আসুন জেনে নেওয়া যাক কি কি উপকার পাওয়া যায়-

১-কোষ্ঠ্যকাঠিন্য, বদহজম ও ফোলাভাব থেকে রক্ষা করে এই পাতা।

২-লোহিত রক্ত কণিকা বাড়াতে থাই পাতা বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৩-ওজন কমাতে সহায়তা করে থাই পাতা। তবে মনে রাখবেন প্রতিদিন এই থাই পাতা খাওয়া যাবে না । ওজন কমাতে চাইলে সপ্তাহে ২-৩দিন পান করুন। এর বেশি পান করলে বিপদ হতে পারে।

৪-রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে এই পাতা।

৫-এটি ত্বকের বাড়তি তেল শুষে নিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে।

৬-ব্রণ, একজিমা মতো ত্বকের সমস্যা থেকে মুক্তি দেয় এই পাতা।

৭-ত্বকের পাশাপাশি চুলও সুন্দর রাখতে সাহায্য করে।

Back to top button