লাইফস্টাইল

গাড়ি চালানোর এই ৫টি সতর্কতা সড়ক দুর্ঘটনা থেকে বাঁচাবে

আমাদের এই ব্যস্ত জীবনে প্রতিদিনই রাস্তায় বের হতে হয়।বিশেষ কর্মজিবি মানুষেরা প্রতিদিন ব্যস্ত থাকেন।আর এই ব্যস্ততার মধ্যেই আমরা ভুলে যাই আমাদের কতটা সেফ ভাবে চলা উচিত।তাই আমাদের উচিত সড়ক দুর্ঘটনা থেকে আমাদের আরো বেশি সচেতন হওয়া।
১।সিট্ বেল্ট বাধা
গাড়ি চালানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়িতে সিট্ বেল্ট বাধা। সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো এবং গাড়িতে চড়া দুটোই নিরাপদ ড্রাইভিংয়ের জন্য গুরুত্বপূর্ণ।
২।মনোযোগ
কথায় আছে,যখন যে কাজ করবেন মনোযোগ সহকারে করবেন।ঠিক তেমনি গাড়ি চালানোর সময় মনোযোগ অন্যত্র দিবেন না।আপনার পুরো মনোযোগ তা যেন ড্রাইভিং এই থাকে।
৩।অদক্ষ চালক
দুর্ঘটনা বেশি হয় অদক্ষ চালকের কাছেই।তাই অল্প দক্ষ বা অদক্ষ চালকের গাড়ি চালানো কখনো ঠিক না।
৪।গাড়ির গতিসীমা
হুটহাট গাড়ির গতি বাড়ানো বা কমানো প্রায়শই বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।তাই হঠাৎ করেই গাড়ির গতিসীমা বাড়াবেন না।
৫।কথা বলা থেকে বিরত থাকুন
গাড়ি চালানোর সময় চেষ্টা করুন কথা কম বলা।কথা বেশি বললে এতে মনোসংযোগ নষ্ট হয়।

Back to top button