লাইফস্টাইল

খাবারে অ্যালার্জির চিকিৎসা ও কিছু করণীয়

আমাদের অনেকেরই খাবারে অ্যালার্জি রয়েছে।তাই বলে সব খাবারে নয়।যেমন-ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাংস, ডিম, বেগুন ভাজা এসব অনেকের প্রিয় খাবার হলেও অ্যালার্জির কারণে খাওয়া বাদ দিচ্ছে।তবে এখন শুধু খাবার থেকেই নয় ধুলাবালি, ডাস্ট, কেমিক্যাল, হেয়ার ডাই, কসমেটিক থেকেও অ্যালার্জি হতে পারে।

কি করণীয়-আক্রান্ত ব্যক্তি রাতে ১টা করে সিডেটিভ অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট এবং সকালে ১টা করে নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করতে পারেন। শিশুদের ক্ষেত্রে অ্যালার্জি হলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত। মনে রাখতে হবে তীব্র অ্যালার্জির ক্ষেত্রে অনেক অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ কার্যকর নয়।

তবে এই ওষুধ প্রয়োগের পাশাপাশি মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ডিম, বেগুন ইত্যাদি খাবার পরিহার করা উচিত। এমনকি সিনথেটিক কাপড় থেকেও অ্যালার্জি হতে পারে।

Back to top button