লাইফস্টাইল

কেন ফোটাবেন না আঙুল!কারণ

আমরা প্রায় সবাই আঙ্গুল ফুটিয়ে থাকি।এটি অনেকটা নেশার মতন।পায়ের আঙ্গুল না ফোটালেও হাতের আঙ্গুল আমরা প্রায়ই ফুটাই।তবে আমরা এটিকে সাধারণ ব্যাপার বলেই মনে করি।তবে আসলে জানেন কি আঙ্গুল ফোটানো আদৌ ভালো নাকি খারাপ।

আঙ্গুল ফোটালে আরাম বোধ হয় ও শব্দ হয় কারণ আঙুলের জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুয়িডে মিশে থাকা বাতাস স্থান পরিবর্তন করে বলে।তবে এই আরামবোধ ও শব্ধ আঙুলের জন্য কখনোই ভালো নয়।এতে আঙুলের ক্ষতি হয়।

আঙুল ধরে টানাটানি বা চাপ প্রয়োগের ফলে আঙুলের মাংসপেশিতে টান পড়ে এবং ছোট লিগামেন্টগুলো আলগা বা ঢিলা হয়ে যায়। ফলে আঙুলের কর্মক্ষমতা হ্রাস পায়।এছাড়াও আর একটি কারণ আঙ্গুল ফোটালে জয়েন্টগুলোতে আর্থ্রাইটিসসহ জয়েন্টের নানা সমস্যা হতে পারে।

Back to top button