লাইফস্টাইল

কালোজিরা খেলে সেরে যাবে এই বিশেষ রোগ…………

কালোজিরা শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতে নয় নানান ধরণের চিকিৎসার ক্ষেত্রে এটি মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।কালোজিরার থেকে তৈরী তেল, আমাদের শরীরের নানান উপকারে কাজে লাগে।কেননা এতে আছে ফসফরাস, আয়রন ও ফসফেট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।তাহলে জানা যাক এর উপকারিতা বিষয়ে:-

> আপনার যদি পেট খারাপের সমস্যা থাকে তাহলে, এক্ষেত্রে আপনি কালোজিরা সামান্য পরিমানে ভেজে ৭-৮ চামচ কালোজিরা দুধে মিশিয়ে সকালে ও বিকেলে খান।এটি নিয়মিত খেতে হবে।

> যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কালোজিরা খান।প্রতিদিনের খাদ্যতালিকায় এটি রাখলে আপনার শ্বাসকষ্ট জনিত সমস্যা সহজেই দূর হয়ে যাবে।

> যাদের ঠান্ডার কারণে প্রচন্ড মাথা ব্যথা তারা, এক্ষেত্রে কালোজিরা কোনো কাপড়ে নিয়ে মাথায় বেঁধে রাখলে, এর গন্ধে মাথা ব্যথা সহজেই দূর হয়ে যাবে।

> আপনার যদি চুলকানির সমস্যা থেকে থাকে, তাহলে আপনি নিয়মিত কালোজিরা তেলে ভেজে নিয়ে সেই তেল সারা শরীরে মাখলে চুলকানির সমস্যা সহজেই দূর হয়ে যাবে।

> কালোজিরা প্রতিনিয়ত খেলে রক্তে গুলোকজের পরিমান কমে যায়, এরফলে এর সাথে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে।

Back to top button