লাইফস্টাইল

এয়ারকন্ডিকশনে থাকার ফলে এসব খারাপ প্রভাব দেখা দেয়

তীব্র গরমে হাসফাস করছেন।আর এই গরম থেকে বাঁচতেই ঘটে এসি লাগাতে হচ্ছে।এসি লাগিয়ে তো গরম থেকে বাঁচতে পারবেন,তবে জানেন কি?রুম এ এসি থাকার ফলে কি কি খারাপ প্রভাবগুলো পড়ছে-

১।এসি ঘরে স্বাভাবিকের তুলনায় আর্দ্রতা কম থাকে। এর ফলে স্কিনের ড্রাইনেস বা শুষ্কতার সমস্যা দেখা দেয়।
২।এসি ত্বকের সাথে সাথে চোখকেও শুস্ক করে।এর ফলে চোখে চুলকানি, চোখ লাল হওয়া, চোখ থেকে পানি ঝরা— প্রভৃতি রোগের সৃষ্টি হয়।
৩।এসি ঘরে থাকলে হাঁটু, কোমর, কনুই কিংবা ঘাড়ের কার্যকারিতাও প্রভাবিত হয়। সাধারণত এই সমস্ত জয়েন্টে এসি-র হাওয়ার প্রভাবে যন্ত্রণা দেখা দেয়।
৪।এসি থাকলে দেহের রক্ত সঞ্চালন প্রভাবিত হয়।এর ফলে ধমনী ও শিরা সংকুচিত হয়ে যায়।

Back to top button