লাইফস্টাইল

উপকারি ফল আপেলের ক্ষতিকর দিক

আমরা সকলেই জানি আপেল হলো একটি উপকারী ফল। নানা ধরণের রোগ থেকে মুক্তি দেয় এই ফল। কিন্তু জানেন কি এর যেমন উপকারী দিক আছে ঠিক তেমনি কিছু ক্ষতিকর দিক আছে। নিশ্চই অবাক হচ্ছেন, আপেল আবার ক্ষতি করে নাকি। হ্যাঁ অনেক সময় এই ফলটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসুন তাহলে জেনে নেওয়া যাক-

আপনার পরিবারের কারোর যদি এলার্জির সমস্যা থেকে থাকে। তাহলে তাকে আপেল থেকে দূরে থাকতে বলুন। কারণ আপেলে লেগে থাকা মোম এলার্জির সমস্যা আরো দ্বিগুন বাড়িয়ে দেয়। যার ফলে একজন মানুষ আরো বেশি অসুস্থ হয়ে পরে। এমনকি আপেলের ফলন বাড়াতে ও কিত্ পতঙ্গের হাত থেকে আপেলকে বাঁচাতে আপেলের মধ্যে কীটনাশক ব্যাবহার করা হয়। আপেলে থাকা এই কীটনাশক আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করে থাকে।

শুধু তাই নয়, আপেলে থাকা বীজও আমাদের বেশ ক্ষতি করে। যেমন- আপেলের বেশ কয়েকটি বীজ যদি আপনি ভুলে খেয়ে ফেলেন বা কোনো কারণে আপনার পেতে চলে যায়। তাহলে এর ফলে বমি বমি ভাব, পেট ব্যাথা হয়ে থাকে। যা সহ্য করার মতো নয়।

Back to top button