লাইফস্টাইল

আপনার ছোট্ট শিশুটি যদি হাঁ করে ঘুমায়,তাহলে

একটি শিশু জন্ম নেওয়ার পর তার শরীরের ওপর বিভিন্ন প্রভাব পড়তে দেখা যায়।এই সময় প্রায় শিশুদেরই সর্দি হয়ে থাকে।দিনের প্রায় পুরো সময় নাক টানতে থাকে তূর্য। এবং অবুঝ শিশু নাক বন্ধ থাকার কারণেই ঘুমানোর সময় হা করে ঘুমোয়।

শিশুর এইরকম পর্যায়ে বেশি দেরি না করে নাক কান গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যান।চিকিৎসক তূর্যকে পরীক্ষা করে ন্যাসোফ্যারিংস অর্থাৎ নাসা গলবিল অঞ্চলের একটি এক্স-রে করাতে দিলেন। এক্স-রে দেখে চিকিৎসক বললেন- তূর্যর এডিনয়েডের সমস্যা হয়েছে।

আর এই ধরণের সমস্যা দেখা দিলে অপারেশন করানো উচিত।এডিনয়েড সাধারণত ৩ থেকে ৭ বছরের মধ্যে আকারে সবচেয়ে বেশি বড় হয় এবং ৮ থেকে ১০ বছর বয়সের মধ্যে এটি ছোট হতে থাকে।

Back to top button