লাইফস্টাইল

শুধুমাত্র হলুদ খেয়েই ক্যান্সার থেকে মু্ক্তি পেলেন এই নারী

এখনকার দিনে ক্যান্সারের মতো কঠিন রোগ এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে।তবে এই রোগ একবার হলে নিরাময় খুব কঠিন।বেশিরভাগ সবাই মারাই যান ক্যান্সারে।তবে এর মধ্যেও একজন নারী এই রোগের সাথে লড়াই করে বেঁচে উঠেছেন।আর সেই নারী হলেন ডিনেকে ফার্গুসন। ২০০৭ সালে তার দেহে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তার বয়স ছিল মাত্র ৫৭বছর। ক্যান্সার এর ফলে তাকে বিভিন্ন সমস্যার মুখেও পড়তে হয়।যেমন-তীব্র পিঠব্যথা দেখা দেয় এবং তার দেহের অবস্থা আরো খারাপ হয়ে পড়তে থাকে।এরপর তিনি নিজেই ক্যান্সারের ওষুধ খাওয়া বন্ধ করে প্রতিদিন ৮ গ্রাম করে কারকিউমিন খাওয়া শুরু করেন।কারকিউমিন হলুদের প্রধান পুষ্টি উপাদানগুলোর একটি।প্রতিদিন রাতে খালি পেটে দুই চা চামচ কারকিউমিন খেতেন তিনি। এভাবে কারকিউমিন সেবন করতে করতে তিনি ক্যান্সার থেকে মুক্তি পান। এখন তিনি স্বাভাবিক জীবন যাপন করছেন।ডাক্তাররা বলছেন, এভাবে শুধু কারকিউমিন খেয়ে ক্যান্সার থেকে মুক্তির পাওয়ার ঘটনা আমাদের জানা মতে এটাই প্রথম। এমন আর কোনো ঘটনা এর আগে রেকর্ড করা নেই।

Back to top button