লাইফস্টাইল
শিশুদের সাথে এই ৪টি কথা একদম বলা উচিৎ নয়
আপনারা তো শিশুদের শাসন যেমন করেন তেমন ভালোবাসেন।তবে শাসন করতে গিয়ে এমন কিছু কথা বলে ফেলছেন যা আপনার শিশুর সাথে একদম বলা উচিত নয়।আপাতদৃষ্টিতে বাক্যগুলো সহজ-সরল হলেও আপনার ব্যবহৃত এই বাক্যগুলোই অন্য শিশুদের থেকে পিছিয়ে দিচ্ছে আপনার শিশুকে।জেনে নিন,এসব শিশুর সাথে বলছেন নাতো-
১.তুমি এখনো অনেক ছোট। তাই এ বিষয়ে তোমার চিন্তা না করলেও চলবে।
২.দেখো তোমার থেকে ওই ছেলেটি/মেয়েটি ভদ্র
৩.দুজনে সব সময় ভাগাভাগি করে খেলবে