যে ৫ টি জটিল রোগ থেকে মুক্ত করবে তেলাকুচা, জানলে আজ থেকেই খেতে শুরু করবেন

তেলাকুচা গাছটি এমন অনেকে আছে যাদের কাছে এখনো অপরিচিত একটি গাছ।তেলাকুচা সাধারণত বন-জঙ্গলে, রাস্তার পাশে কিংবা বাড়ির আশেপাশে জন্মায়। এর টকটকে লাল ফল দেখতে খুবই আকর্ষণীয়। তবে এই গাছটি বেশ অবহেলিত। যত্ন করে এই গাছ খুব কম সংখ্যক মানুষই লাগিয়ে থাকে। তবে জানলে অবাক হবেন, এই গাছ মারাত্মক কিছু রোগ থেকে মুক্ত করে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই গাছের ঔষুধি গুনাগুন-
১-জন্ডিস
জন্ডিস হলে তেলাকুচা গাছের মূল থেতলে রস বের করে নিন এবং প্রতিদিন সকালে ও বিকেলে ৪চা চামচ করে খেয়ে দেখুন একাই এই রোগ কমে যাবে।
২-কাশি
কাশির উপশমেও তেলাকুচা খুব উপকারী। যদি শ্লেস্মাকাশি হয় তবে শ্লেস্মা তরল করতে এটি বেশ কাজ করে। কাশির উপশমে ৩ থেকে ৪ চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে নিন। এবার এর সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে ৩ থেকে ৭ দিন প্রতিদিন সকালে ও বিকেলে খান। এতেই উপকার মিলবে।
৩-শ্লেম্মাজ্বর
শ্লেষ্মাজ্বর থেকে রক্ষা পেতে ৩ থেকে ৪ চা চামচ তেলাকুচার মূলও পাতার রস হালকা গরম করে নিন। এবার এটি ২ থেকে ৩ দিন সকাল ও বিকেলে খান। এক্ষেত্রে তেলাকচুর পাতা পাটায় বেটে রস করে নিতে হবে।
৪-আমাশয়
আমাশয় হলে এই গাছের মূল ও পাতার রস খান ৫-৬দিন তাহলে এই রোগ থেকে উপকার পাবেন।
৫-ফ়োর ও ব্রণ
আপনার যদি ফ়োর বা ব্রণ হয়ে থাকে তাহলে প্রতিদিন এক বেলা করে এই গাছের পাতার রস লাগিয়ে রাখুন। একাই কমে যাবে।