লাইফস্টাইল

বগলের দাগ ও দুর্গন্ধ দূর করার ৫ উপায়, জেনেনিন আপনিও

গরমে ঘেমে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু তার থেকে যে দুর্গন্ধ হয় তা যেন খুবই বিরক্ত জনক।ওই সময় অন্য কারোর সামনে গিয়ে কথা বলতেও যেন লজ্জাবোধ মনে হয়। এই সমস্যা প্রায় অনেকেরই হয়ে থাকে। তবে এবার আর চিন্তা নেই। কারণ বগলের ঘামের দুর্গন্ধ দূর করার ৫টি পদ্ধতি আছে যা ব্যাবহার করলে আপনাকে আর এই সমস্যায় পড়তে হবে না। আসুন তাহলে জেনে নেওয়া যাক-

১-আপনি স্নানের আগে প্রতিদিন একটি লেবু হাতে নিন এবং দুটো টুকরো করুন এরপর একটি টুকরো নিন ও বগলের নিচে ভালো ভাবে ঘষুন। এতে বগলের দাগ দূর হবে সেই সঙ্গে দুর্গন্ধ ।

২-আপনি যদি প্রতিদিন চন্দন গুঁড়ার সঙ্গে একটু গোলাপজল মিশিয়ে আপনার বগলে দিয়ে ভালোভাবে ম্যাসাজ করেন তাহলে আপনার বগলের দাগ দূর হবে সেই সঙ্গে দুর্গন্ধ।

৩-একটি আলু নিন। তারপর সেটা ভালোভাবে থেতলে রস বের করুন এবং আপনার বগলের নিচে দিন। এতে আপনার বগলের দাগ দূর হবে।

৪-অ্যালকোহল হলো যেকোনো বাজে গন্ধ দূর করে। আপনি যদি আপনার বগলের দুর্গন্ধ দূর করতে চান তাহলে প্রথমে একটি কাপে জল নিন এবং তাতে অ্যালকোহল মেশান। এরপর বগলের নিচে দিন এতে আপনার দুর্গন্ধ হবে ।

৫-স্নানের পর তুলোতে করে একটু ভিনেগার মেশান ও বগলের নিচে দিয়ে রাখুন কিছুক্ষন। দেখবেন বগলের গন্ধ দূর হয়ে যাবে।

Back to top button